শেরপুর জেলার ঝিনাইগাতীতে ১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি শেরপুর সদর উপজেলার নাগপাড়া গ্রামের আবু বক্করের পুত্র রফিকুল ইসলাম ওরুফে রনি (৩৪)। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে পুলিশের একটি দল ঝিনাইগাতী উপজেলার পূর্ব রংটিয়া বটতলী এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে তাকে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।
৩ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে