আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নৌকার সমর্থন প্রত্যাশী আবুল কালাম আজাদ। ৩০ মার্চ শনিবার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে স্থানীয় তৃণমূল নেতাকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর এ সুফল পাচ্ছে তৃর্ণমূল পর্যায়ের জনগণ। গ্রামে গঞ্জে বসে মানুষ দেশ-বিদেশে ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ করছে। কৃষিবান্ধব সরকার কৃষিতে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে, এতে কৃষকরা লাভবান হচ্ছে। উল্লেখ্য, তৃণমূলের নেতৃবৃন্দরা ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে উপজেলা যুবলীগের নেতা আবুল কালাম আজাদকে দেখতে চায়, এ ধরনের মতামত গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলাকালে উঠে আসে।
৩ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ৫৫ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে