লায়ন্স ক্লাব অব ঢাকা রজনীগন্ধা’র আয়োজনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ২০০ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ শাহানাজ কমপ্লেক্স ভবনে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজকর্মী লায়ন্স এমডি জসিম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস, আওয়ামীলীগ নেতা আহসান কবীরসহ অন্যান্যরা। ওইসময় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উল্লেখ্য, লায়ন্স জসিম মাহমুদ ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম এলাকার একজন কৃতি সন্তান। সে বর্তমানে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং কেন্দ্রীয় যুবলীগের নেতা। লায়ন্স জসিম মাহমুদ জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হলো।
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে