শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, সহকারী আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, এসআই ফরহাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান প্রমুখ। ওই সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। সভায় আগামী ৮ মে ২০২৪ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ সুষ্ঠু ও সুন্দর ভাবে স্ব-স্ব প্রার্থীদের নির্বাচন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন।
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে