শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে আইপিএলের তিন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। ধৃত জুয়ারিরা হলো– সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের দরবেশ আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩০), মো. নদন আলীর ছেলে ফটিক মিয়া (২৬) ও সেকান্দর আলীর ছেলে মো. ওসমান গণি (২৮)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে কতিপয় জুয়ারি আইপিএল খেলা নিয়ে জুয়া খেলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে আইপিএল খেলা নিয়ে চলমান জুয়ার আসরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালিয়ে যাবার সময় জুয়ারি মো. রুবেল মিয়া, ফটিক মিয়া ও মো. ওসমান গণিকে আটক করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় ধৃত জুয়ারিদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৯ এপ্রিল সোমবার দুপুরে ওই তিন জুয়ারিকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
৩ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ৫৫ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে