প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় এই তাপপ্রবাহ থেকে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে তাদের হাতে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও শরবত তুলে দেন শেরপুরের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পক্ষে তার ছোট ভাই ও শ্যামলী সুপার অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি মো: শুভ রেজা। ‘তীব্র তাপপ্রবাহে পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা শহরের বিভিন্ন স্থানে ২৯ এপ্রিল সোমবার ও ৩০ এপ্রিল মঙ্গলবার দুই দিনব্যাপী শ্যামলীর পক্ষ থেকে সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মো: উমর ফারুক ও আদর ফাউন্ডেশন এবং শ্যামলী শিশু পার্কের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ এ পানি, স্যালাইন ও শরবত খেটে খাওয়া শ্রমজীবী ও পথচারী মানুষের হাতে তুলে দেন। এ ব্যাপারে সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন মানবিক কারণে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। তীব্র তাপপ্রবাহ যতদিন থাকবে ততদিন এ কর্মক্রম চলবে বলে তিনি জানান।
৩ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ৫২ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে