শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন প্রচার-প্রচারণায় জমে উঠেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৪ জন প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টার, বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়া হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলে আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। বিভিন্ন ধরনের আক্রমণাত্মক মন্তব্যের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রচারণায় এগিয়ে রাখছেন সমর্থকরা। এদিকে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা (দোয়াত-কলম প্রতীক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক (মোটরসাইকেল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় (আনারস প্রতীক), উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক (ঘোড়া প্রতীক) ও সোহরাওয়ার্দী বাহাদুর (কাপ-পিরিচ প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ১২ জন ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ই মে প্রথম ধাপে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র বাকি ৬ দিন। প্রচার প্রচারণায় নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছেনা। একটি অটোরিকশায় ২টি মাইক এবং একই সঙ্গে একজন প্রার্থী একাধিক অটোরিকশায় প্রচারণা ও দেয়ালে পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে