শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
৬ মে সোমবার গভীর রাতে শেরপুর জেলার সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে জনৈক আংগুর মিয়ার চা দোকানের সম্মুখে অভিযান চালিয়ে জিহান (২০), মোস্তফা কামাল (১৯) ও ফেরদৌস (১৯) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাধাতেঘরিয়া গ্রামের গোপাল মিয়ার ছেলে জিহান, একই গ্রামের নূর ইসলামের ছেলে মোস্তফা কামাল ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফেরদৌস।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ সোমবার গভীর রাতে সদর উপজেলার তেতুলতলা বাজারে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।
এঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত তিন মাদক কারবারিকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে