শেরপুরের ঝিনাইগাতী থানা আকস্মিক পরিদর্শন করেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা। ৬ মে সোমবার বিকাল ৫ টার দিকে তিনি এ পরিদর্শনে আসেন। ওই সময় ঝিনাইগাতী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন। এছাড়াও তিনি আগামী ৮ মে ২০২৪ ঝিনাইগাতী উপজেলায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাসহ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমানসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ। এর আগে নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএস-সেবাকে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে