শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পাওয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। উল্লেখ্য, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা। ১৫ মে ২০২৪ খ্রিষ্টাব্দ বুধবার তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর ২০১ কর্মকর্তার মধ্যে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই-মেইলে যোগদান করবেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতন গ্রেড-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে