শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এ বছর থেকে প্রতি বছর ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে পালিত হবে।
২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে