শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের দারুল উলুম আল আক্বসা মাদ্রাসা’র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ঢাকা কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলি মোশারফ এর ব্যক্তিগত উদ্যোগে ৪ নভেম্বর শুক্রবার সকালে ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদ সুলতানা লাকী, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীন, ওই ওয়ার্ডের ইউপি মেম্বার রশিদুর রহমান খান ইমদাদুল, দারুল উলুম ডেফলাই আল আক্বসা মাদ্রাসা’র মোহতামিম হাফেজ মাওলানা আশরাফুল ইসলামসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ। ওই সময় ডলি মোশারফ ওই মাদ্রাসার দুইজন এতিম শিক্ষার্থীকে প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন।
২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে