শেরপুরে বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় নকলা’র মোহাম্মদ আমিরুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন। দাবা ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় সদরের নুর মোহাম্মদ রানারআপ এবং শাকিল আহমেদ তৃতীয় স্থান লাভ করেছেন। ছয় রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত চুড়ান্ত রাউন্ডের খেলা ১৭ ডিসেম্বর শনিবার রাতে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত রাউন্ডে মোহাম্মদ আমিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বি ডা. আবিদ হাসান অন্তরকে পরাজিত করে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। নুর মোহাম্মদ প্রতিদ্বন্দ্বি আতিকুর রহমান স্বপনকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ এবং সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে শাকিল আহমেদ তৃতীয় হয়েছেন। চুড়ান্ত রাউন্ডের খেলা চলাকালে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত, ডিএসএ দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক হাকিম বাবুল খেলা পরিদর্শন করেন এবং আয়োজক ও খেলোয়াড়দের উৎসাহিত করেন। চুড়ান্ত রাউন্ডের খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরষ্কারের ট্রফি, মেডেল ও দাবা বোর্ড তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ ইবনে সাদিক শাহীন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক দাবাড়ুকে মেডেল ও দাবা বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় আয়োজক কমিটির প্রধান মো. আতিকুর রহমান স্বপন, দাবা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সিটি, চ্যাম্পিয়ন দাবাড়ু আব্দুর রউফ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ২০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেছেন উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিলো। গত কয়েকবছর যাবত দাবা ক্লাব শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে এ দাবা প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে