শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। ২ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২৯ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হলেও ৫০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ হাবীবুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দসহ কেন্দ্রের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। উল্লেখ্য, টানা ১৩ বছর পর বৃত্তি পরীক্ষায় বসেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। সাধারণ গ্রেডে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ৩ জন হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।
১ দিন ৩ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে