শেরপুর জেলার ঝিনাইগাতীতে এসিল্যান্ড পরিচয়ে মোবাইলে কল দিয়ে প্রতারণা চেষ্ঠার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ১৪ জানুয়ারি শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এসিল্যান্ড, ঝিনাইগাতী, শেরপুর পরিচয় দিয়ে জনৈক প্রতারক অসাধু উদ্দেশ্য হাসিলের জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে কল করছেন। ইতোপূর্বেও ভিন্ন একটি নম্বর থেকে এধরণের প্রতারণার চেষ্টা করা হয়েছে। এবিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারকের মোবাইল নং- ০১৯৩৪৪৭০৫৯৬। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন, মোবাইল ফোনে কল দিয়ে এসিল্যান্ড পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা পর্যক্ষেণ করছি। এছাড়াও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসিল্যান্ডের নামে কেউ টাকা দাবি করলে না দেওয়ার অনুরোধ করেছেন এবং তাকে অবগত করার জন্য বলেন তিনি।
১ দিন ৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে