সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ ১জন গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ (পঁয়তাল্লিশ) বোতল ভারতীয় মদসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) রাত সাড়ে আটটায় দোয়ারাবাজার থানাধীন খাইরগাঁও সাকিনস্থ গু-চারন মাঠে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুজন মিয়া (৪৫), পিতা-মৃত ইদ্রিছ আলী, সাং-বাঘইন, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ নামক একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজত হতে ৪৫ বোতল Officer's Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
১ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
২২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
২৫ দিন ৫৪ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে