টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে আলম মিয়া নামের এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া স্থানীয় মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিধঁ কাটা দেখতে পায়। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, রাতের কোন এক সময় চোর চক্র আলম মিয়ার ঘরের সিধঁ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে