টাঙ্গাইলের মধুপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ জুলাই সোমবার বিকেল চারটায় বন এলাকার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে। নিহত শিশুরা হলো হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৬), হারুন অর রশিদের ছেলে নাইম (৪) ও শোলাকুড়ি গ্রামের আল আমিনের ছেলে সোহানুর রহমান সোহান।
স্থানীয়রা জানায়, তিন শিশু এক সাথে দুপুরে খেলতেছিল। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পাশে বাড়ির সকলের অগোচরে পুকুরে নেমে পড়ে। তিন শিশুকে পরিবারের লোকজন খোজাখুজি করে হন্যে হয়ে পড়ে। খোজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা তিন শিশু কে পুকুরে ভাসতে দেখে মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। স্থানীয় ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান ফরিদ আলী ও স্থানীয় ইউপি সদস্য এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, তিনি শুনেছেন তিন শিশু খেলতে খেলতে পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পুকুরে ডুবেই তিন শিশু মৃত্য হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে