জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ সনের টাঙ্গাইল জেলা পর্যায়ে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থীদের ঈর্ষণীয় কৃতিত্ব অর্জন করেছে। মঙ্গলবার টাঙ্গাইল শিশু একাডেমিতে দিনব্যাপী জমজমাটপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থীবৃন্দ এ কৃতিত্ব অর্জন করেন।
জানা যায়, এ প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খ গ্রুপ (লোকনৃত্য ও ভরতনাট্যম) এ প্রতিটি উপজেলা থেকে ১ জন করে মোট ১২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ পর্যায়ে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার অর্পিতা সিংহ রায় রূপু প্রথম স্থান অর্জন।
গ গ্রুপ (লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, ভরতনাট্যম) এ ১২ জন অংশগ্রহণ করেন, মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার মন্দিরা সাহা স্নিগ্ধা প্রথম স্থান অর্জন। গ গ্রুপ (লোকনৃত্য ও সাধারণ নৃত্যে) ১২ জন অংশগ্রহণ করেন। মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার এরিয়া দেব আঁচল দ্বিতীয় স্থান অর্জন।
ক গ্রুপের দুটি নৃত্যে ৭ ও ৫ মোট ১২ জন অংশগ্রহণ করেন। মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থী খ্রিষ্টি চাম্বু (মনিপুরী নৃত্যে) দ্বিতীয় ও (ভরতনাট্যম) তৃতীয় স্থান ও একই প্রতিষ্ঠানের মৌমিতা চাম্বু দ্বিতীয় স্থান অর্জন করেন।
মধুপুর
নৃত্যাঙ্গন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, অনুষ্ঠানের বিচারক টাঙ্গাইল জেলা শিশু একাডেমির নৃত্য বিভাগের শিক্ষক মৌসুমী রহমান মিতা, নৃত্য ও উচ্চাঙ্গসংগীত শিক্ষক
হারুনুর রশিদ বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ এ রায় ঘোষণা
করেন।
বিজয়ী
শিক্ষার্থীদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল
হক আলমগীর পুরষ্কার ও সনদ বিতরণ
করেন।
৭ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে