টাঙ্গাইলের মধুপুর উপজেলা আ’লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা , সমাবেশ এবং নেতা-কর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করেছে।
রবিবার ২২ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে অনুষ্ঠিত শোভাযাত্রাসহ সমস্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক উপজলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ।
শোভাযাত্রার আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছরোয়ার আলম খান আবুর পৌর শহরের বাসার সামনে নেতাকর্মীরা জমায়েত হন। সেখান থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতির পাশের মঞ্চে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন খন্দকার শফি উদ্দিন মনি। উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফীন শরীফের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সদস্য কোরবান আলী বিএসসি।
বক্তৃতায় নেতৃবৃন্দ কোনভাবেই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না উল্লেখ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দল তথা নেত্রীর মনোনয়নে যিনি নৌকা পাবেন আমরা তার সাথে আছি এবং থাকবো।
অনুষ্ঠানে উউপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা খান বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আহাম্মদ আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জুলহাস উদ্দিনসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে সন্ধ্যায় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে