চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধ জেরে সংঘর্ষে আহত ৫

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কলা আনারস বাগান কাটার অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে টানাহেচড়ায় ৫ জন আহত হওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বেরিবাইদ ইউনিয়নের মৃত কাজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫০)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে উপজেলার বেরিবাইদ উত্তর পাড়া গ্রামে। এ সময় বেলাল হোসেনসহ তার পরিবারের নারী শিশুসহ ৫ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।


জানা যায়, টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া এলাকার বেরিবাইদ গ্রামে নিজের জমিজমা বিক্রি করে জমি কিনে বসতি গড়েন কাজিম উদ্দিন। প্রায় ২০-২৫ বিঘা জমি রেখে মারা যান তিনি। রেখে যান তিন ছেলে নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, বেলাল হোসেন ও চার মেয়ে। ছেলে মেয়েদের বিয়ে হয়েছে। সংসারে নাতি পুতিও হয়েছে। যার যার মতো বাবার সম্পত্তি ভোগ করলে এত দিনে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। কাজিম উদ্দিনের চার মেয়ের বাবার সম্পত্তির ওয়ারিশ বুঝিয়ে দিতে বিরোধ দানা বাঁধে। বিষয়টি মিমাংসার জন্য বসে শালিসি বৈবক। বৈঠকে বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের লোকজন বসে। বৈঠকে তাদের বিরোধ মিটানোর জন্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে কাজিম উদ্দিনের সম্পত্তি মোট পরিমাপ করে তার সন্তানদের মধ্যে যার যার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই জমি পরিমাপের দিনক্ষণ ছিল গত মঙ্গলবার। মঙ্গলবার সকালে গ্রামের লোকজনসহ শালিসি বোর্ডের সদস্যরা বসে জমি পরিমাপ করার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টানাহেচড়ার সৃষ্টি হয়। এতে নারীরা চুলাচুলি আর পুরুষদের টানাহেচড়ার ঘটনা ঘটে।


এ ঘটনায় কাজিম উদ্দিনের দ্বিতীয় ছেলে বেলাল হোসেনের আনারস কলাবাগান কাটাসহ তার স্ত্রী সন্তানসহ ৫ জনকে মারপিট করে আহত করার অভিযোগ এনে থানায় লিখিত দিয়েছে বলে বেলালের পরিবার জানিয়েছে। আহতদের মধ্যে তার স্ত্রী মালেকা বেগম (৪৫), ছেলে লাল চান (১২), মেয়ে বিলকিস (৩০), মেয়ের জামাই হান্নান মিয়া (৩৮) মধুপুর হাসপাতালে ভর্তি হয়ে ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মালেকা বেগম হাসপাতালে ভর্তি রয়েছে। বেলাল হোসেন এর মেয়ে লিপি (২৬) জানান, তার ফুফু লাইলী বেগমের কাছ থেকে অনেক বছর আগে ওয়ারিশের দুই বিঘা জমি তার বাবা বেলাল হোসেন কিনে নেন। এখন ওয়ারিশ নেয়ার সময় ক্রয়কৃত জমি দিতে অস্বীকার করায় বিরোধ তৈরি হয়। তিনি জানান, বৈঠকে গণেশ নামের এক লোকের সাথে কথাকাটি থেকে মারামারি শুরু হয়, এতে তিনিসহ তার পরিবারের ৫ জন আহত হয় এবং তার গহনা টেনে নেওয়ার কথা ও তাদের আনারস কলাবাগান কাটার অভিযোগ করে।


বেরিবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন জানান, তাদের পরিবারের মধ্যে পৈত্তিক সম্পত্তি ওয়ারিশগণের মধ্যে বন্টনের জন্য শালিসি বৈঠকে সিদ্ধান্ত মতে পরিমাপ করতে গেলে বেলাল জমি পরিমাপ করতে না দিয়ে বিরোধ তৈরি করে। তিনি শুনেছেন অন্যান্য ওয়ারিশগণের নামে থানায় অভিযোগ দিয়েছে। 


মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে এস আই আরিফুল ইসলামকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।



আরও খবর