টাঙ্গাইলের মধুপুর উপজেলার জামালপুর-মধুপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি এলাকায় বাসের চাপায় মধুপুর পৌরসভার টেকিপাড়া এলাকার জালালের ছেলে রাহাত (২২) নিহত হয়েছে। ৭ আগস্ট সোমবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা জানান, বিকেল সাড়ে ৪'টা সময় মোটরসাইকেল চালিয়ে ধনবাড়ী বোনের বাসায় যাচ্ছিল। গোলাবাড়ি ব্রীজের পশ্চিম পাশে ধনবাড়ী থেকে দ্রুতগতিতে ছুটে আসা ঢাকাগামী ঢাকা মেট্টো-ব-১১-৮৮০৭ নম্বর বিনিময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়। ময়মনসিংহ নেওয়ার পথেই তিনি মারা যান।
মধুপুর থানার তদন্ত (ওসি) মুরাদ হোসেন সততা স্বীকার করে বলেন, ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে ।