টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের লোকেরা পাল্টাপাল্টি ভাবে পৃথক স্থানে দুই গ্রুপে বিভক্ত হয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছে। এতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোড়দার করতে স্থানীয় প্রশাসন পুলিশ মোতায়েন করেছিল ।
প্রতিবছর মধুপুরের বসবাসরত গারো ও কোচ সম্প্রদায়ের লোকেরা এক সাথে সবাই মিলে মিশে জাঁকজমকপূর্ণ ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করলেও এবছর ছিল ব্যতিক্রম। তারা পৃথক স্থানে দিবস উদযাপনের আয়োজন করে। এক গ্রæপ জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ অন্যান্য সংগঠনের ব্যানারে অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে অপর দিকে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের ব্যানারে শোলাকুড়ি ইউনিয়নের পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কর্মসূচি।
উভয় গ্রুপ তাদের কর্মসূচি অনুযায়ী শোভা যাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে।
ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন আদিবাসী গবেষক থিওফিল নকরেক। উদ্ভোধক ছিলেন জিএমএডি'র সভাপতি আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ। মিথুন জাম্বিল ও মার্জিয়া চিসিম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জিবিসি নেতা মধুনাথ সাংমা, বাগাছাস সভাপতি এডভোকেট জন জেত্রা, টিডাবিøউ এ'র একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, কোচ আদিবাসী গংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মণ, কোচ নেতা ভরত চন্দ্র বর্মণ, জিএসএফ নেতা লিয়াং রিছিল, মেম্বারর্স ফোরামের নেতা প্রবীর নকরেক, অর্চনা নকরেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপর দিকে পীরগাছা সেন্ট পৌলস হাইস্কুল মাঠে বিশ্ব আদিবাসী দিবসের আলোচনা সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন মধুপুর শাখার চেয়ারম্যান উইলিয়াম দাজেলের সভাপতিত্বে আজিয়া'র সভাপতি শ্যামল মানখিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী। বিশেষ অতিথি বক্তব্য টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিমুল, বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি মিঃ লিংকন দিব্রা, আজিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব মি. সত্যজিত নকরেক, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) মধুপুর শাখার সভাপতি মি. ইব্রীয় মানখিন, অরণখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, বেরীবাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে উভয় অনুষ্ঠানে মান্দি নৃত্য, আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে। তবে পাল্টাপাল্টি কর্মসূচিতে অপ্রতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন উভয় অনুষ্ঠানে পুলিশ মোতায়েন করেছিল।