টাঙ্গাইলের মধুপুরে নারিশ পোল্ট্রি ও হ্যাচারি লি. কোম্পানির বর্জ্য ও কাঁচামালের দুর্গন্ধে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানব বন্ধন করেছে এলাকাবাসী। ২ সেপ্টেম্বর সকালে আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ি রানিয়াদ গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যানারে এ মানব বন্ধনে মুখে কালো কাপড় বেঁধে শিশুসহ নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ এ মানব বন্ধনে অংশ নেয়।
মানব বন্ধন অংশ নেয়া স্থানীয়রা জানান, শটিবাড়ি রানিয়াদ গ্রামে চারদিকে জনবসতি এলাকার মানুষ হাঁপিয়ে উঠেছে। মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। খাবার দাবার অসহনীয় হয়ে উঠেছে।
রানিযাদ গ্রামের আ. সামাদ জানান, তার দেড় বছরের নাতি সোয়াইব গন্ধ অসুস্থ হয়ে পড়েছিল। চার দিন আগে হাসপাতালে চিকিৎসা নিতে হযেছে।
মীম, শিহাব (শিশু) জানায়, তারা গন্ধে পড়া শোনা করতে পারে না। খেতে পারে না।
ব্যাঙাই কুড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়ামিন, মাও. জাহাঙ্গীর জানান, মাদরাসায শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন চরম দুর্ভোগ পোহায়। ২৫ জন আবাসিক শিক্ষার্থী ২৪ ঘন্টা কষ্টে কাটায়।
আত্নীয় স্বজনরা এলাকায় আসতে চান না বলে জানান ইজ্জত আলী, শফিকুল ইসলাম, খলিল।
স্থানীয়দের দাবি কোম্পানির বর্জ্য ও দূষণ রোধে গুরুত্ব দিবে কোম্পানি। গন্ধ দূর হবে, নির্মল পরিবেশে তারা বসবাস করবে। শিক্ষার্থীরা নিবিঘ্নে পড়াশোনা করবে। নিরাপদ খাবার খাওয়ার সুযোগ পাবে এমনটাই দাবি তাদের।
নারিশ কোম্পানি মধুপুরের ইলেকট্রনিক ইইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহিদ সাংবাদিকদের জানান, মেশিন থেকে যে গন্ধটা ছড়াচ্ছে, সে জন্য লাইমিংস্টন ইমেন দিচ্ছি, যাতে গন্ধ কম হয়। গন্ধ কয়েকদিন যাবৎ একটু বেড়েছে। বিষয়টি নিয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা বলছে পরবর্তীতে যা গন্ধ না ছড়ায় সে চেষ্টা করতেছে।
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে