ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

বশেমুরবিপ্রবি'তে ভেটেরিনারি শিক্ষার্থীদের সার্জিক্যাল কিট বক্স বিতরণ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের প্রথম ব্যাচের(২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৬৫ জন ইন্টার্ন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। 


সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৭ নং কক্ষে এই সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ। সার্বিক অনুষ্ঠানের স্পনসরে ছিলো রেনেটা লিমিটেড।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটে লিমিটেডের(এএইচডি) সেলস ম্যানেজার মীর কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. ওমর ফারুক ভুইঁয়ান, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. আবু তালেব। 


ইন্টার্নশিপ কো-অর্ডিনেশন এবং মনিটরিং কমিটি-২০২৩ এর কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন ডা. হুর ই জান্নাত জ্যোতি। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন ইন্টার্ন শিক্ষার্থী সাব্বির খান আকাশ। 


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, "ইন্টার্ন শিক্ষার্থীরা স্মার্ট ভেটেরিনারি চিকিৎসক হিসাবে নিজেকে তৈরি করে প্রান্তিক খামারিদের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটাতে নিরলস ভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। এছাড়া তিনি তার বক্তব্যে ভেটেরিনারি শিক্ষার ইতিহাস, এএসভিএম বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ভেটেরিনারি ছাত্র সমিতির গঠন নিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।"


বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার তার বক্তব্যে জব মার্কেট সম্পর্কে ইন্টার্ন শিক্ষার্থীদের ধারণা দেন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিষ্ট্রেশন প্রাপ্তিতে ভেট নেতৃত্ববৃন্দের সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।


কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক এএসভিএম বিভাগকে অনুষদে রুপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক বলেন, "এ বছর আমাদের প্রথম ব্যাচের ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিবে। এরমধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ১৭ জন নেপালি শিক্ষার্থী রয়েছেন। আমি আশা করি সকল শিক্ষার্থীরা ইন্টার্নিশিপের এই ৬ মাসের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ও সফল ভেটেরিনারিয়ান হবে।"


Tag
আরও খবর