রহমতের মাস রমজান চলমান। দিনশেষে রোজা ভাঙার জন্য স্বাস্থ্যকর ইফতারি সবারই চাই। সূর্য একদিকে লাল আলো ছড়িয়ে জানান দিচ্ছে ইফতারির সময় প্রায় হয়ে গেছে অন্যদিকে তোড়জোড় শুরু হয়েছে ইফতারি বিক্রির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লিপুস ক্যান্টিন এলাকায় শিক্ষার্থীরাই বিক্রি করছেন এই স্বাস্থ্যকর ইফতার। মহাধুমধামে সেগুলো কিনছেনও ক্যাম্পাসের সবাই।
ইফতারি আইটেমের মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পেয়াজু, চপ,বেগুনি, জিলাপি, খেজুর, শরবত ইত্যাদি। এর মধ্যে সব চেয়ে নজর কেড়েছে ফালি করে কাটা তরমুজের টুকরা। হলের অনেক আবাসিক শিক্ষার্থীরা একা একাই ইফতারি করেন। তাদের জন্য বড় পুরোটা তরমুজ কেনা সম্ভব হয় না। এই জন্য এই আয়োজনে সুবিধা হয়েছে তাদের।
ইফতারি বিক্রি হচ্ছে ছোট ছোট অস্থায়ী স্টল তৈরী করে। ইফতারি বিক্রি করা শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, এই ক্যাম্পাস পরিবারের সবাইকে সেবার উদ্দেশ্যেই আমরা এই উদ্দোগ হাতে নিয়েছি।রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে যায়। এখন ক্যাম্পাসের বাইরে যাবার প্রয়োজন হচ্ছে না। দ্রব্যমূল্যের উর্ধগতিতে যতটুকু সম্ভব দাম কম রাখার চেষ্টা করছি।
ইফতারি কিনতে আসা একাধিক শিক্ষার্থী বলেন, আমরা খুবই খুশি এমন আয়োজনে। ইফতারির জন্য যা যা লাগে সব কিছুই হাতের নাগালেই পেয়ে যাচ্ছি দূরে যেতে হচ্ছে না। এমন আয়োজন মাসব্যাপী চলুক সেটাই চাওয়া।