প্রকাশের সময়: 13-02-2023 03:20:45 pm
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রেমের মতো সুন্দর শব্দটিকে যাতে কলুষিত করতে না পারে সেই লক্ষ্যে প্রতিবারের মতো এই বছরও গঠিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল এসোসিয়েশন।
১৩ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল এসোসিয়েশনের কমিটি ঘোষনা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন সিহাব বুখারী ও সাধারণ সম্পাদক হলেন মোঃ মেহেদী হাসান।
উক্ত কমিটির নবনিযুক্ত সভাপতি সিহাব বুখারী বলেন, "সিংগেল এসোসিয়েশন এর আগামী সময়ে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হবে। ক্যাম্পাস খোলার পর যেন ক্যাম্পাসে একটা সুস্থ পরিবেশ বজায় থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করা বর্তমান কমিটির প্রধান দায়িত্ব। প্রেম করার নামে যেন কেউ ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর এবং আপত্তিজনক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা আমাদের প্রধান দায়িত্ব হবে।"
এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন,"আমি এই পদ পেয়েছি সে জন্য সত্যি অনেক আনন্দিত, আমি চাই আমার জায়গায় থেকে আমার যা দায়িত্ব সবগুলো সুন্দর ভাবে পূরণ করব। আমার মূল লক্ষ্য হবে প্রেমের নামে ভন্ডামি, ছলনা, প্রতারণা এগুলোর বিপক্ষে রুখে দাঁড়ানো, আমি আমার কমিটি নিয়ে, আমার ক্যাম্পাসে গিয়ে এই প্রেমের নামে নষ্টামি গুলো দূর করেই ছাড়বো ইনশাল্লাহ।"
৬৮ দিন ৪১ মিনিট আগে
৩৯৮ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৯৮ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৭৩ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৭৫ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
৭৭৮ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৮৭ দিন ২১ মিনিট আগে