ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে চলতি বছরে উচ্চমাধ্যমিক পাস করা প্রায় ২০০ কৃতী শিক্ষার্থী বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শিক্ষার মান ত্বরান্বিত করতে মানুষ গড়ার কারিগর এই প্রতিষ্ঠানের প্রশাসন ও শিক্ষকবৃন্দ নিরলসভাবে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের এমপি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয় ও দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ফাতিমা খাতুন মহোদয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ অনুপ্রেরণায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রশাসন এই কলেজকে একটা নির্দিষ্ট মানদণ্ডে বা এক অন্যান্য উচ্চতায় পৌঁছাতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
এই তরুণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের মান্যবর উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, সাবেক অধ্যক্ষ, প্রফেসর এজেড এম আরিফ হোসেন স্যার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা সহ অত্র কলেজের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
৫৮০ দিন ৩৩ মিনিট আগে
৫৯১ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে