প্রকাশের সময়: 09-10-2023 03:14:44 pm
এবারই প্রথম নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত করা হয়েছে স্পোর্টস ক্যালেন্ডার। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর অনুমোদিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ অর্থবছরের আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ ক্রীড়া প্রতিযোগিতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।
স্পোর্টস ক্যালেন্ডারে জানানো হয়, আন্তঃবিভাগ (ইনডোর গেমস) প্রতিযোগিতা –টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন (ছাত্র/ছাত্রী) অক্টোবর মাসের ২য় সপ্তাহ-২০২৩, আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী) নভেম্বর মাসের ১ম সপ্তাহ-২০২৩, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র) নভেম্বর মাসের ৩য় সপ্তাহ-২০২৩, আন্তঃবিভাগ এবং আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহ-২০২৪, আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) মার্চ মাসের ২য় সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হবে। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাঃ- টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা (ছাত্র), আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল জানান, ‘উপাচার্য স্যার নিজে থেকেই আমাদের স্পোর্টস ক্যালেন্ডারের কথা জানিয়েছেন এবং স্যারের নির্দেশনা মোতাবেক আমরা স্পোর্টস ক্যালেন্ডার করেছি। আর এখন থেকে প্রতি বছর জুলাই মাসের শুরুতেই স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করা হবে এবং সেটি বাস্তবায়নে কাজ করা হবে। আর এবছর বিকেএসপি কোটায় প্রথমবারের মতো ভর্তিও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি আশা করি খুব দ্রুত আমরা ভালো কিছু করতে পারবো।
২৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩১৬ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৬৯ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৮৪ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩৯১ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৯১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪২২ দিন ৪০ মিনিট আগে
৪২৩ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে