বাড়ল সোনার দাম বগুড়া উদীচীতে হামলার প্রতিবাদে সারিয়াকান্দি উদীচীর বিক্ষোভ শ্যামনগরে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণের সভাপতি মেহেদী, সম্পাদক ফেরদৌস জনগণের রায় ছাড়া দেশ পরিচালনা করার অধিকার কারো নাই: প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন শ্রীমঙ্গলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কমিটি গঠন পীরগাছায় জিয়া পরিষদ আহবায়ক কমিটির পরিচিতি সভা পি.এল সংকট মোকাবেলায় মাটির পুকুরে চাষের প্রশংসা অতিরিক্ত সচিবের চট্টগ্রাম বন্ধন লিও ক্লাবের কমিটি গঠিত মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের কর্মশালা চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী - ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে লালপুরে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত. মোংলায় স্বরাষ্ট্র উপদেষ্টার কোস্ট গার্ডের ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন ভারতের সঙ্গে পুশইনের বিষয়ে আলোচনা হয়েছে,মোংলায় স্বরাষ্ট্র উপদেষ্টা মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চা শ্রমিকদের বেতন না দিয়ে পালানো মালিকদের খুঁজে এনে বেতন আদায়ে কড়া বার্তা দিলেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষা সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের নবম ব্যাচের শিক্ষার্থীরা এই ফেস্টের আয়োজন করে। ফেস্ট উপলক্ষে সন্ধ্যায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃযোগাযোগ, হৃদ্যতা তৈরি হয় সেটি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে। নতুনদের দায়িত্ববোধ বৃদ্ধি পায়। ফিন্যান্স বিভাগ থেকে পড়াশুনা করা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। মাল্টিন্যাশনালসহ দেশের নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা আমাদের আর্থ-সামাজিক খাতে অবদান রাখতে পারবে। তাই এ ফ্যাকাল্টির তরুণদের আহ্বান জানাবো আপনারা এ ফ্যাকাল্টি থেকে পড়াশোনা শেষ করে আপনার জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূ্মিকা পালন করবেন।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সময় এসেছে মনের আঁধার দূর করার। মনের আঁধারকে কাটাতে হবে। মনের আঁধার কাটাতে না পারলে চারিদিকে যে উন্নতি সেটা আমরা ধরে রাখতে পারবো না। এই মনের আঁধার কাটাবে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রশাসনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যাকাল্টিকে জগৎসেরা করে গড়ে তোলা হবে, যেখানে থেকে ছেলেমেয়েরা পাশ করে দেশ গঠনে নেতৃত্ব দেবে। সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিপ্লব সাধন করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষেদর ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান।

স্বাগত বক্তব্য দেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) ইমরান আহমেদ শাকির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইয়ুথ ফেস্ট উপলক্ষ্যে আজ দিনব্যাপী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে৷ সকালে শোভাযাত্রার মাধ্যমে তাদের এই ফেস্টের কর্মসূচি শুরু হয়। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ প্রাঙ্গণে ফ্ল্যাশ-মবেরও আয়োজন করে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলায় মাঠে অনুষ্ঠিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল সোনার বাংলা সার্কাস, তরুণ ব্যান্ড ও বিমূর্ত ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।


আরও খবর




এবার নজরুল পদক পাচ্ছেন যে চার গুণীজন

৩৬২ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে