সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

খুবি সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে হাদী চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অদম্য বাংলা চত্বরে আলোচনা সভায় অনুুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। শিক্ষা-গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অর্জন, অগ্রগতি ও অবদান গণমাধ্যমে তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, খুবি সাংবাদিক সমিতির কর্মকাণ্ড প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তারা গণমাধ্যমে প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহার ও শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে কোনো সংবাদের মাধ্যমে যাতে কারও মানহানি না ঘটে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান এবং আগামী এ সংগঠনের বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। এজন্য তাদের লেখনি সবসময় হওয়া উচিত বস্তুনিষ্ঠ। যাতে তাদের করা কোনো সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। উপ-উপাচার্য শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের যে সাফল্য রয়েছে তা গণমাধ্যমে তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, বিগত সরকারের সময় বাক-স্বাধীনতার টুঁটি চেপে ধরা হয়েছিল কিন্তু বর্তমানে দেশের গণমাধ্যম মুক্ত স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা যাতে ক্ষুণ্ন না হয়, সেজন্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কারও চরিত্রহরণ না করায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় ও আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সভাপতি একরামুল হক। 

এ সময় অন্যান্যের মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে কেক কেটে খুবি সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Tag
আরও খবর



একদিন মায়ের শাসন ও ফুরিয়ে যাবে

২৭ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে