একদিন, তোমার মা আর তোমাকে ডাকবে না।
একদিন, তুমি চাইবে যদি তার সঙ্গে আরও একটু সময় কাটাতে পারতে।
একদিন, তিনি আর তোমাকে মজা করতে বারণ করবেন না।
একদিন, তিনি আর তোমাকে তার বিশ্বাস করা সেরা উপদেশগুলো দেবেন না।
একদিন, যে বাড়িতে তিনি সবসময় তোমাদের এক পলক দেখার জন্য অপেক্ষা করতেন, সেটি ফাঁকা মনে হবে।
একদিন, তার কণ্ঠস্বর নীরবতায় মিশে যাবে।
একদিন, শুধু স্মৃতিগুলোই রয়ে যাবে।
সময় বয়ে যায়—এটি কারও জন্য অপেক্ষা করে না।
আর সেই দিনে, তুমি এক শূন্যতা অনুভব করবে, যা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবে না।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
২৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৫ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪২ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৫৮ দিন ৩৫ মিনিট আগে