রমজানের পবিত্রতা ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে রাজশাহী কলেজে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩০ উদযাপিত হয়েছে ।শুক্রবার(১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত ও বাউল গান পরিবেশনার মধ্যে দিয়ে মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।।
বর্ষবরণের উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশন মধ্যে দিয়ে শুরু হয় মূল আয়োজন। পরে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি ও রেভার স্কাউটস সদস্যরা বেলুন, চালুন-কুলা হাতে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে । শোভাযাত্রাটি কলেজের শহীদ মিনার চত্তর, রবীন্দ্র-নজরুল চত্তরসহ কলেজে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে আবার প্রশাসনিক ভবনের চত্তরের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল ও আনন্দময় উৎসব। এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালি একসাথে আনন্দে মেতে উঠে। এতে প্রমাণিত হয় আমাদের সংস্কৃতি মানবতাবাদী ও মানবিক। বাংলা নববর্ষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে অতীতের সকল ব্যর্থতা ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে স্মাট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ।
১৩ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১১ মিনিট আগে
১৮ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
২২ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে