ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক প্রশাসনের অভিযানের পরেও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা ধামরাইয়ে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর প্রচার প্রচারণা শুরু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশাশুনির ভাঙ্গন কবলিত এলাকায় জেলা বিএনপি নেতৃবৃন্দের সফর ও সহায়তা প্রদান জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না’ পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ দেশের রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ ১৩ দিন বৃষ্টিপাত-কালবৈশাখী-ঝড়-বজ্রপাতের সতর্কতা রাজবাড়ীতে সড়কে বাস মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ: মোটর সাইকেল আরোহী আহত। দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারকে সহয়তায় দিলো উপজেলা প্রশাসন। কৃষিগুচ্ছের সকল প্রস্তুতি সম্পন্ন বাকৃবির, আগামী শনিবার সারাদেশে একযোগে পরীক্ষা বাঘায় পরকীয়া সন্দেহে কথা কাটাকাটি তিন ভাইকে কুপিয়ে যখম দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজের নব নির্বাচিত সভাপতি হলেন প্রফেসর মো: ইকবাল হোসেন ভারতের সঙ্গে যুদ্ধের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভর্তির ১০ মাসেও আইডি কার্ড পায়নি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

ছবি: দৈনিক দেশচিত্র


পেরিয়েছে ভর্তির ১০ মাস তবুও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ইতোমধ্যেই শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি। ২০২২ সালের ১লা সেপ্টেম্বর ভর্তি শুরু হয়েছিল ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। কিন্তু ২০২৩ সালের আগস্ট মাসে এসেও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি শিক্ষার্থীরা। কথা ছিল কোরবানির ঈদের পরে আইডি কার্ড দেওয়া হবে শিক্ষার্থীদের, কিন্তু ঈদও পেরিয়েছে ১ মাসের বেশি তবুও আইডি কার্ড দেওয়া হয়নি শিক্ষার্থীদের মাঝে। এমতাবস্থায় আতঙ্কে আছেন পরিচয়পত্র বিহীন শিক্ষার্থীরা।




শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ১০ মাসেও একজন শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড না পাওয়া দুঃখজনক, তার ওপরে বিশ্ববিদ্যালয়ে আরেকটি ব্যাচ প্রবেশ করছে। এছাড়াও তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে বই নিতে ও চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিতে গেলে আইডি কার্ড ছাড়া ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীরা বলেন, "একজন শিক্ষার্থীর পরিচয় হলো আইডি কার্ড, কিন্তু ক্যাম্পাসের বাইরে যেকোনো সমস্যায় পড়লে আমরা নিজেদের শিক্ষার্থী হিসেবে প্রমাণ করতে পারি না, তাই আমরা আতঙ্কে থাকি সবসময়"।


এ বিষয়ে ২১-২২ শিক্ষাবর্ষের আরবী বিভাগের শিক্ষার্থী মারজুক ইসলাম বলেন "আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ডেট দিয়েছে, আবার কিছুদিনের মধ্যেই আরেকটি ব্যাচ প্রবেশ করবে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এতদিনেও আমাদের আইডি কার্ড না দেওয়া শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ"।


মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ বলেন, "আইডি কার্ড না থাকায় আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কোনো বই নিতে পারি না। বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। কিন্তু আইডি কার্ড না থাকায় আমরা এইসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি "।


পরিচয়পত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশানের প্রধান অধ্যাপক খাদেমুল ইসলাম জানিয়েছিলেন টেন্ডার জটিলতার কারণে আইডি কার্ড তৈরি করতে দেরি হওয়ায় ঈদের ছুটির পরেই তা দেওয়া হবে। কিন্তু ঈদের ছুটি শেষ হয়েছে প্রায় ২৯ দিন আগে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেছিলেন, ‘স্মার্ট কার্ড তৈরির প্রয়োজনীয় জিনিসের জন্য টেন্ডার দিয়েছিলাম। কিন্তু কিছু সমস্যার কারণে আমরা প্রয়োজনীয় জিনিস এখনো পাইনি। আমরা দ্রুত সেগুলো ব্যবস্থা করে কার্ড তৈরির চেষ্টা করবো। সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবো।


উল্লেখ্য, সর্বপ্রথম ২০১০ সালে একটি পাইলট প্রোগ্রামের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কার্ডের ব্যবহার শুরু হয়। তখন থেকে স্মার্ট আইডি কার্ডের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হয়।

আরও খবর