রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে ভর্তি বাতিল করা হয়েছে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তৃকৃত এক শিক্ষার্থীর এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
আজ ২২ আগস্ট ২০২৩ (মঙ্গলবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, "২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ার বিষয়টি প্রমানিত হওয়ায় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবীব এর ভর্তি বাতিল করা হলো এবং উক্ত শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো".
মোঃ আহসান হাবীবকে অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছে মো. শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২য় বর্ষ সম্মান, শহীদ হবিবুর রহমান হল), মাহিবুল মোমিন সনেট (লোক প্রশাসন বিভাগ,শহীদ হবিবুর রহমান হল) ও মো. রাজু আহমেদ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, শেরে বাংলা ফজলুল হক হল)।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ আগস্ট) রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়সহ মোট আটজনের বিরুদ্ধে মামলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি হতে আসেন মো. আহসান হাবিব নামের এক শিক্ষার্থী। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে ভর্তি হওয়ার জন্য তার মায়ের সঙ্গে স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে যান। ভর্তির পর ওই দিন দুপুরেই অজ্ঞাতপরিচয় ৪/৫ জন ব্যক্তি তাকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা আবাসিক হলের তিনতলায় নিয়ে আটকে রাখে। সেখানে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ওই শিক্ষার্থীর বাবার কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ চায়। পুলিশের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখান থেকে উদ্ধার করে। এই সময় আহসান হাবিব পুরো ঘটনাটি জানান।
৩৩ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৫ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৯ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে