গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

আমার অনুমতি ছাড়া প্রভোস্টের ক্ষমতা আছে হলে ওঠানোর?

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের এভাবেই ভয় দেখিয়ে টাকার বিনিময়ে আবাসিকতা করে দিত ছাত্রলীগ নেতা রাব্বি। এমনটাই অভিযোগ উঠে আসছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

জানা যায়, কোনো শিক্ষার্থী হলে অবসিকতার আবেদন পত্র প্রাধ্যক্ষের কাছে জমা দিলেই সে আবেদন পত্র চলে যেত ছাত্রলীগ নেতা রাব্বির হাতে, এর পরই সেই ছাত্রকে ডেকে এসমস্ত কথা বলে টাকা দাবি করে এলোট করে দিতেন তিনি, এর জন্য গুনতে হতো ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। মূলত যেসকল শিক্ষার্থী টাকা দিত কেবল তাদের নামের লিস্টই প্রাধ্যক্ষের নিকট আবাসিকতার জন্য জমা দিত রাব্বি। হলের তৎকালীন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ- হিল গালিবের দায়িত্বপ্রাপ্ত নেতা ফজলে রাব্বী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক মোঃ শাইখুল ইসলাম মামুন জিয়াদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ ও ব্যাপক অভিযোগ রয়েছ। তার বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষপাতিত্ব ও সাধারণ শিক্ষার্থীদের আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশ না করার গুরুতর অভিযোগ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক হলের একজন অনাবাসিক শিক্ষার্থী দেশচিত্রকে জানান, আমি প্রাধ্যক্ষ বরাবর আবাসিকতা চেয়ে একটি আবেদন করি, কিন্তু পরেরদিন ছাত্রলীগ নেতা রাব্বি আমাকে কল দিয়ে তার কক্ষে ডাকে, এরপর আমাকে বলে "আমার অনুমতি ছাড়া প্রভোস্টের ক্ষমতা আছে হলে ওঠানোর" এর পর তিনি বলেন আমি আবাসিকতা চাই কিনা, প্রতুত্তরে আমি রাজি হলে আমাকে ছাত্রলীগে যুক্ত হতে বলেন এবং আমার পাশের কক্ষের একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে বলেন, এরপর আমি ওই শিক্ষার্থীর সাথে কথা বললে, সে আমাকে জানায় ৫ হাজার টাকা দিলে আমাকে আবাসিকতা দেওয়া হবে, তাকেও ৫ হাজার টাকার বিনিময়েই আবাসিকতা দিয়েছে রাব্বি, মূলত সে সরাসরি টাকা দাবি না করে একটি মাধ্যমে আমাকে টাকার প্রস্তাব করে। পরে আমার সাধ্য না থাকায় আমি তাকে টাকা দিতে পারিনি, এর কিছুদিন পরেই দেশে গণআন্দোলনে সরকার পতন হলে আমি হলেই অবস্থান করে আসছি।


আরেকজন অনাবাসিক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি নাম না প্রকাশের শর্তে বলেন, আমিও প্রাধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্র জমা দেই তার পরেরদিন আমাকে রাব্বি কল দিয়ে তার রুমে ডাকে এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হতে চাপ দেয়, এসময় আমি রাজনীতিতে যুক্ত না হতে চাওয়ায় সে কৌশলে আমাকে টাকার দাবি করে, আমি তাকে ৫ হাজার টাকাও দিয়েছি, কিন্তু এখন সে আমার টাকা আর ফেরত দিচ্ছে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভায় অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এর পর থেকেই ভুক্তভোগী শিক্ষার্থীরা এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। তারা হল ত্যাগ না করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসিকতার দাবি জানিয়েছেন।


এসএইচ/ডিসি

আরও খবর