‘বিশ্বজুড়ে ছড়াবো সুর, বঙ্গ মৃত্তিকার; বাংলার বুকে জন্ম তোমার, তুমিও যে পালাকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপি ‘তীর্থক পালা পার্বণ-১৪২৯’।
আগামী ২, ৩ ও ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে সন্ধ্যা ৭টা থেকে পরিবেশিত হবে এই পালা অনুষ্ঠান।
রাবি তীর্থক নাটকের আয়োজনে ২ মার্চ সন্ধ্যা ৬টায় সংগঠনটির সাধারণ সম্পাদক মোতালেব ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে থাকছে পালা নাটক ‘রাজ-রজনীর পালা’। সায়িক সিদ্দিকী'র রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে রাবি তীর্থক নাটক। এসময় অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।
২য় দিনে পরিবেশিত হবে ‘নোলকজানের পালা’। সায়িক সিদ্দিকী'র রচনা ও নির্দেশনায় এ নাটকটি পরিবেশন করবে ‘আহির বাংলা’। এসময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।
৩য় ও শেষ দিনে পরিবেশিত হবে ‘খৈয়ান পালা’। জুলফিকার চঞ্চল'র রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে ‘সারথি থিয়েটার’। এসময় অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।
৪০ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৬ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫৮ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৫ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬৭ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৮ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
১১৭ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে