ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

স্বাধীনতা দিবস উদযাপন করল তিতুমীর কলেজ

নানাবিধ আয়োজনে  রাজধানীর সরকারি তিতুমীর কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। 


মঙ্গলবার(২৬ মার্চ) সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 



এদিনের আলোচনা সভায় পুরষ্কার বিতরণ ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠানে কলেজটির শহীদ বরকত মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দা শাহনাজ বেগমের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।


প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ও জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সকল ইতিহাস জানতে হবে এবং সেই আলোকে আমাদের কি করনীয় সেটি বুঝতে হবে। 


বক্তব্যে তিনি নারীদের কথা উল্লেখ্য করে বলেন, দেশ স্বাধীন হওয়ার এতো বছর পরও কি নারী নির্যাতন বন্ধ হয়েছে! নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কি!

বক্তব্যের শেষে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের ভালো মানুষ হতে হবে,সুনাগরিক হতে হবে। প্রথমে নিজেকে ভালো বাসতে হবে। নিজের কথা কাজে ও আচরণের সৎ থাকতে হবে এবং  আমার পরিবার , প্রতিষ্ঠান, রাষ্ট্র যেন অসম্মানিত না হয় এমন কাজ করা যাবে না।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মো মহিউদ্দিন, শিক্ষক সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষক মন্ডলী, ছাত্রলীগ সভাপতি মো: রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ নিয়ে ‘লাল জমিন’ নাটক প্রদর্শীত হয়।
আরও খবর