যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর রবিবার এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভুমি) থান্ডার কামরুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় দিবসটির কার্যক্রম পরিচালিত হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোলাম সামদানী।
বিশেষ অতিথি অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান বলেন, সরকার অভিবাসীদের জন্য অনেক আন্তরিক, তিনি কাউকে অবৈধ ভাবে বিদেশ না যাওয়ার জন্য অনুরোধ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে অভিবাসীদের উপার্জিত অর্থের সঠিক বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানা সুযোগ সৃষ্টি করেছে এখন সময় সাধারণ মানুষের সেই সুযোগগুলো কাজে লাগানোর যেখানে প্রয়োজন শুধু সদিচ্ছার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ সহ অনেক সুধী জন।
২ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ৪৪ মিনিট আগে
৪ দিন ৪৮ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে