বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপনের লক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম , কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ড দুলাল, যুগ্ম সম্পাদক রেবতি মোহন সাহা, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুন্ডু সহ বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। পরে উপজেলার ৬৫ টি দুর্গা মন্দিরের সভাপতি সম্পাদকের কাছে সরকার কর্তৃক বরাদ্দের ৫শ কেজি চালের ডিও হস্তান্তর করা হয়।
২ দিন ৫০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে