বগুড়া জেলার আদমদীঘিতে দিনে বেলা প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুর ইসলাম তুহিন (২৭) ও তার চাচা শফিকুল ইসলাম (৩৫) মারাত্বক আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার কড়ই বাজারে এ ঘটনা ঘটে। আহত নুর ইসলাম তুহিন আদমদীঘির কড়ই গ্রামের ফেরদৌস আলীর ছেলে। তিনি একজন পল্লী পশু চিকিৎসক এবং শফিকুল ইসলাম একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বেলা সাড়ে ১০ টায় আদমদীঘির কড়ই বাজারে জনৈক ফরিদুল ইসলামের সেলুনের সামনে পূর্বশক্রতার জেরধরে নুর ইসলাম তুহিন তার চাচা শফিকুল ইসলামের সাথে একই গ্রামের জাহিদ হাসান ও পাশের বশিকোড়া গ্রামের মনসুর আলীর মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনার এক পর্যায়ে প্রতিপক্ষেরা নুর ইসলাম ও তার চাচা শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে আটক রাখে। এসময় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ যাবার পূর্বেই হামলাকারিরা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পল্লী পশু চিকিৎসক নুর ইসলাম তুহিন জানায়, চাঁদার টাকা না দেয়ায় প্রতিপক্ষরা ছুরিকাঘাত করেছে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জানান, নুর ইসলাম তুহিন ও অপর পক্ষ জাহিদ হাসানরা একই সাথে চলাফেরা ও তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। ছুরিকাঘাতের প্রকৃত কারন বোধগম্য নয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে হামলাকারিদের পাওয়া যায়নি। অপরাধিদের গ্রেফতারে তৎপরতা চলছে।
২ দিন ৫০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে