বগুড়ার আদমদীঘির কয়াকুঞ্চি গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু ২দিন পর পাশের সিংগাহার গ্রামের এক মেম্বারের ভাইয়ের গোয়াল ঘর থেকে উদ্ধার হওয়া মামলায় সেই আজাদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি আদমদীঘি থানায় আত্মসমর্পন করলে তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আজাদুল ইসলাম আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর ছিদ্দিকের ভাই বলে জানা গেছে।
জানাযায়, গত ১৮ অক্টোবর রাতে আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামের কৃষক মেসবাউল সরকারের গোয়াল ঘর থেকে চারটি দেশী জাতের গরু চুরি যায়। চুরি ঘটনার ২দিন পর গত ২০ অক্টোবর দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ফোর্সসহ সিংগাহার গ্রামে আজাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার গোয়াল ঘর থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করেন। রাতেই গরু গুলোর প্রকৃত মালিক মেসবাউল সরকারের হেফাজতে দেয়া হয়। এসময় আজাদুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। এদিকে চোরাই গরু উদ্ধার মামলায় গত বৃহস্পতিবার সকালে মেম্বারের ভাই পলাতক সেই আজাদুল ইসলাম আদমদীঘি থানায় আত্মসমর্পন করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
২ দিন ৫২ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে