বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পত্রিকা বিক্রেতা জুয়েল হোসেনের ভাঙ্গারি দোকান ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গত রোববার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে সান্তাহার মালগুদাম এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সান্তাহার পৌরসভার লোকো পশ্চিম কলোনির পত্রিকা বিক্রেতা জুয়েল হোসেন জানান, তিনি পত্রিকা বিক্রির পাশাপাশি সান্তাহার মালগুদাম এলাকায় ভাঙ্গারি ব্যবসা করে আসছিলেন। গত রোববার রাতে দোনান ঘর বন্ধ করে বাসায় যান। গভীর রাতে ওই দোকান ঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকান্ডে দোকান ঘরে থাকা কিছু টাকা প্লাস্টিকের বোতল, পুরাতন টিনসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে তার দেড় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুহুল আমিন বলেন, কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।