বগুড়ার আদমদীঘিতে চাচা এমদাদুল প্রামানিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার সংক্রান্ত মামলার আসামীরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এসে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য চাপসহ নানা হুমকি দিচ্ছেন বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত সোমবার (৩০ অক্টোবর) মামলার বাদি আদমদীঘির দমদমা গ্রামের মিজানুর রহমান আদমদীঘি থানায় এই ডায়েরি করেন।
জানা গেছে, গত ২৪ অক্টোবর সকালে আদমদীঘির দমদমা গ্রামের পূর্বপাড়ায় রহিদুল ইসলাম (৫৫) ও তার ভাই আতোয়ার হোসেন (৫০) তাদের বাড়ি পাশে রাস্তা ঘেঁষে অগভীর নলকুপ বসাতে গেলে তাদের চাচা এমদাদুল প্রামানিক বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচা এমদাদুল হকের উপড় চড়াও হয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাতক জখম করে। পরে আহত এমদাদুল হককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় এমদাদুল প্রামানিকের ছেলে মিজানুর রহমান বাদি হয়ে একই গ্রামের রহিদুল ইসলাম ও তার ভাই আতোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ওই মামলার আসামীরা সম্প্রতি আদালত কতৃক জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে রহিদুল ইসলাম ও তার ভাই আতোয়ার হোসেন বাদিকে মামলা তুলে নিতে চাপ ভয়ভীতি ও নানা হুমকি প্রদাণ করছে বলে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেন বলে বাদি মিজানুর রহমান জানান।
২ দিন ৫০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে