বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারনে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু (২৪) ও ব্যাটারী চালিত অটোবাইক চালক খলিলুর রহমান (৪০) নামের দুই জন আত্মহত্যা করেছে। গত বুধবার (২২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার সান্তাহার রথবাড়ি এলাকায় জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু গলায় দড়ির ফাঁস দিয়ে ও গত মঙ্গলবার (২১নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাঞ্চনপুর গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে খলিলুর রহমান আত্মহত্যা করেন। নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু সান্তাহার কাশিমালা প্রসাদখালী গ্রামের অনুকূল চন্দ্র হালদার ছেলে ও চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে সাইফ ওরফে বিষ্ণু হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে সান্তাহার রথবাড়ি মিশন স্কুলের পাশে জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এরপর থেকে প্রায় তার স্ত্রী তৃষার সাথে বনিবনা না হওয়ায় কলহ লেগেই থাকতো। গত বুধবার রাতে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারনে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এতে অভিমানে রাত ১০টায় তার শয়ন ঘরে ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। অপরদিকে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামে পারিবারিক কলহের কারনে স্ত্রীর সাথে অভিমান করে শয়ন ঘরে গ্যাস ট্যাবলেট সেবন করে খলিলুর রহমান আত্মহত্যা করেন। এদের মধ্যে নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণুর লাশ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।