দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে কে হচ্ছেন আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার মাঝি। ইতিমধ্যে অত্র আসনের তৃণমুল নেতাকর্মিরা তাদের পছন্দের সেই নেতা দলীয় মনোনয়ন পাচ্ছেন কিনা এ চিন্তায় তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ নির্বাচনী এলাকা। এই আসনটিতে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত হলেও মহাজোটগত কারনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী না দিয়ে জাতীয় পাটি থেকে এমপি মনোনয়ন দেয়া হয়। ফলে দীর্ঘ দিন যাবত এই আসনের আওয়ামীলীগের নেতাকর্মিরা দলীয় এমপি থেকে বঞ্চিত রয়েছেন। এরই মধ্যে সংগঠনকে আরো মজবুত করার জন্য দলীয় কর্মসুচী পালন ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরতে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়রম্যান সিরাজুল ইসলাম খান রাজু তৃণমুল নেতাকর্মিদের সাথে সমন্বয় ও ঐক্যবদ্ধ করে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে চষে বেড়ান। দলীয় কর্মসুচী পালনে তিনি শারীরিক ও আর্থিক সহযোগীতা দিয়ে নেতাকর্মিদের চাঙ্গা রেখেছেন দীর্ঘ দিন থেকে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ নির্বাচনী এলাকায় সিরাজুল ইসলাম খান রজু সহ ৮জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অপর ব্যক্তিরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আব্দুল মতিন পিপি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অজয় কুমার সরকার, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধিন ফিরোজ, যুব মহিলালীগের সদস্য মাহবুবা নাসরিন রুপা, দুপচাঁচিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সেলিম ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা। দীর্ঘ দিন পর এবার এই আসনে আওয়ামীলীগের দলীয় এমপি প্রার্থী পাচ্ছেন, এমন সুবাতাস পেয়ে তৃণমুল নেতাকর্মিরা মহা আনন্দে রয়েছেন।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম জানান, যারা শুধু নির্বাচন এলেই দলীয় মনোনয়ন চান এমন প্রার্থীকে মনোনয়ন না দিয়ে এই আসনে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মি ও জনগনের সুখ-দু:খে পাশে থেকে সংগঠনটিকে শক্তিশালী করেছেন, এমনই কর্মিবান্ধব নেতাকে দলীয় মনোনয়ন দেয়া হলে এই আসনটিতে নৌকার বিজয় সুনিশ্চিত। তাই দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি কে হচ্ছেন, এ নিয়ে আমরা রয়েছি মহা টেনশনে। গত কয়েক দিনে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি। জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই আসনে সঠিক ব্যক্তিকেই আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার মাঝি করবেন।
২ দিন ৫২ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে