বগুড়ার আদমদীঘিতে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ-বগুড়া মহাসগকের মুরইল বাজারের পুর্বপাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম আদমদীঘি উপজেলার মুরইল পুর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আদমদীঘির মুরইল বাজারে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নওগাঁ-বগুড়া মহাসড়কের মুরইল ঈদগাহের নিকটে সড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন ফাতেমা বেগম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বিষয়টি নিশ্চিত করেছেন।
২ দিন ৫০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে