বগুড়ার আদমদীঘি উপজেলার নাগর নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির জন্য বহনকালে দুইটি ড্রাম ট্রাক এবং একটি এস্কেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (৩নভেম্বর) দুপুরে আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের নাগর নদীর পাড় থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
জানা যায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন এলাকার নাগর নদীর বিভিন্ন পয়েন্টে কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে নাগর নদীর অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছিলেন। এতে নদীর বাঁধ, আবাদি জমিসহ আশেপাশের এলাকা ক্ষতি হচ্ছে। বিষয়টি জানার পর রোববার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে একটি এস্কেভেটর মেশিন ও বালু ভর্তি দুইটি ড্রাম ট্রাক জব্দ করেন।
লভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ দিন ৫০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে