বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে গোপেন চন্দ্র বর্মন নামের হিন্দু সম্প্রদায়ের এক কৃষকের দুইবিঘা জমিতে লাগানো প্রায় দুই হাজার পটল ও মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ক্ষেতের পাশে থাকা একটি পাওয়ার টিলার ও একটি স্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরিয়াবার্তা গ্রামে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ কৃষক গোপেন চন্দ্র বর্মন। এ ব্যাপারে আজ বুধবার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের বরিয়াবার্তা গ্রামের দরিদ্র কৃষক গোপেন চন্দ্র বাড়ির পাশেই ৫৮ শতাংশ জমি পত্তন নিয়ে পটল ও মরিচ চাষ করে পরিচর্যা করে আসছিলেন। গাছগুলোতে মাত্র ফলন আসতে শুরু করেছিলো। কিন্তু দুর্বৃত্তরা কৃষকের ক্ষতি করতে উপড়ে ফেলছে ক্ষেতের সব গাছ। ক্ষতিগ্রস্থ কৃষকের ছেলে পবিত্র চন্দ্র বর্মন জানান, বুধবার সকালে ক্ষেতে গিয়ে দেখি কে বা কাহারা শত্রুতা করে আমাদের সমস্ত পটল ও মরিচ গাছ উপড়ে ফেলেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে