পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির এক অনন্য উৎসব। কারণ, পৃথিবীর বেশির ভাগ উৎসবের উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত; কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে কোনো ধর্মীয় সম্পর্ক নেই। এর প্রচলন হয় প্রধানত কৃষি ও কর আদায়ের ব্যবস্থাকে ঘিরে। পরে এটি ব্যবসা-বাণিজ্যের হিসাব নিষ্পত্তির সঙ্গে যুক্ত ছিল। দিনে দিনে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখ ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলার সব মানুষের প্রাণের উৎসব। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের আক্কেলপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ বৈশাখী র্যালী ও মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে যথাযগ্য মর্যাদায় উদযাপন হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিষদ চত্বর হতে ঢাক ঢোল নিয়ে ছোট ছোট সোনামনিরা নতুন সাজে বর্ষ বরণ, নতুন বধু নিয়ে পালকি, কৃষকের ঘাড়ে লাঙ্গল, হাতে কাচি, জেলের ঘাড়ে জালসহ নানা আয়োজনে র্যালী, শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আক্কেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো রাশেদুল ইসলামসহ বিভিন্ন অফিস , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
৪ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
২১ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে